মালদা

বাদুরিয়ার ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও আন্দোলনে নামলো বিজেপি

অন্যান্য জেলার পাশাপাশি বাদুরিয়ার ঘটনার প্রতিবাদে এদিন সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও আন্দোলনে নামলো বিজেপি কর্মী সমর্থকেরা। এই দিন মালদা শহরে বিজেপি-র পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয়। আর এই মিছিলকে ঘিরে উত্তাল হয়ে ওঠে মালদা শহরের প্রাণ কেন্দ্র পোষ্ট অফিস মোড়। অভিযোগ বিজেপি-র মিছিল পোষ্ট অফিস মোড়ে আসতেই বাধা দেয় পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা।

            বিজেপির মালদা জেলার মুখোপত্র মানবেন্দ্র চক্রবর্তী বলেন স্বাধীনতার প্রাক্কালে বাংলা জুরে যে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়েছিল সেই সময় সেই দাঙ্গায় প্রত্যক্ষ মদত দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সুরা বরদি। তারই পুনরাবৃত্তি হতে চলেছে বর্তমান মুখ্যমন্ত্রীর সময়ে। বাদুরিয়া ও বসিরহাটে যে ঘটনা ঘটেছে এর পেছনে বাংলাদেশি জামাতের হাত রয়েছে। বাংলায় তাদের এজেন্টরা কীভাবে অনুপ্রবেশ করেছে এই ঘটনা তারই প্রমাণ। বর্তমান রাজ্যের শাসক দল এদের মদত দিচ্ছে। পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেস রাজ্যে ডিভাইন এন্ড রুল চালাতে চাইছে। বিজেপি টা হতে দেবে না। বাংলাকে দ্বিতীয় বাংলাদেশ হতে দেবে না। এই মিছিল বিজেপির সর্ব স্তরের নেতৃত্ব হাজির ছিলেন। যদিও পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি।

            মানবেন্দ্র বাবুর অভিযোগ আগে থেকে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। আমরা শান্তিতে মিছিল করছিলাম। সেই সময় পুলিশ এসে জোড় করে মিছিল আটকায়। এরপর আমরা সেখানেই বসে যায় ও শান্তিতে আমাদের কর্মসূচী পালন করতে থাকি। পুলিশের যেখানে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল সেখানে বাদুরিয়াতে দর্শক হয়ে বসেছিল। আর এখানে বিজেপিকে আটকাতে ব্যস্ত। বর্তমান শাসক দল এই রাজ্যটাকে যে জেহাদিদের হাতে তুলে দিয়েছে এই ঘটনা থেকে তা আবার পরিষ্কার হয়ে গেল বলে জানান তিনি।